সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ-এর সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ প্রথমে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক পরিচিতি পর্ব সম্পন্ন করেন। এরপর সাংবাদিকগণ পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা যানজট নিরসন, ডাম্পিং স্টেশন স্থাপন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকা, রাস্তার পাশে পুকুর খননের বিষয়ে আইনের প্রয়োগ, এবং বিভিন্ন ইউনিয়নের সরু রাস্তাগুলো প্রশস্ত করার প্রস্তাব উত্থাপন করেন।
উপজেলার বিভিন্ন সমস্যা গুরুত্বসহকারে শুনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি আবুল কালামসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নীল কণ্ঠ আইচ মজুমদার, ফেরদৌস কোরাইশী টিটু, সাইফুল ইসলাম তালুকদার, আলম ফরাজী, সেলিম, রুহুল আমিন রিপন, হাবিবুর রহমান, হুমায়ুন কবির, মহিউদ্দিন রানা, এহসানুল হক, জাহিদ হাসান, ইসহাক, ফয়সাল, ওবায়দুল্লাহ রুমি, এবং শাহ আলম।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারের এ উদ্যোগকে সাংবাদিকরা স্বাগত জানান এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।