চাঁপাইনবাবগঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, “আমরা সবাই একটি পরিবারের অংশ এবং দেশের সুশৃঙ্খল নাগরিক। বাংলাদেশ সম্প্রীতির দেশ; গুজবে কান না দিয়ে সকলে মিলে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে হবে। গণমাধ্যম গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং এজন্য তাদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন।”
সভায় উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গুজব প্রতিরোধে সংবাদ তৈরির চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
আলোচনায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গোলাম মোস্তফা মন্টু, মনোয়ার হোসেন জুয়েল, একেএস রোকন, সাজেদুল হক সাজু, আশরাফুল ইসলাম রঞ্জু, ফারুক আহম্মেদ চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ।
সভায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় এবং একটি বৈষম্যমুক্ত, সহনশীল ও সুশৃঙ্খল সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।