লাখাইয়ে সার সংকট নিরসনে জরুরি মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
লাখাইয়ে চলমান তীব্র সার সংকট নিরসনে উপজেলা সার মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় সভায় অংশ নেন উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সার ডিলার নুরুল হকসহ উপস্থিত ডিলারবৃন্দ।
বক্তারা বলেন, রোপা আমন মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া, কয়েকজন ডিলারের সার উত্তোলনে গাফিলতি, এমওপি ও টিএসসি সার এর পরিবর্তে ডিএপি সার-এর চাহিদা বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরিতে কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট, বরাদ্দের ঘাটতি। এসব কারণে লাখাইয়ে সার সংকট দেখা দিয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত- ডিএপি সার বরাদ্দ ৩০০ টনে উন্নীত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন যারা সময়মতো সার উত্তোলন করেননি তাদের নোটিশ দিয়ে জবাবদিহিতার আওতায় আনা। পুনরাবৃত্তি ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। প্রতিটি ডিলারের সার উত্তোলন ও বিক্রি মনিটরিং জোরদার। কৃষক গ্রুপের সদস্যদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন, “কৃষকদের অতিপ্রয়োজনীয় সার সংকট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে দ্রুত এই সংকট দূর হয়।”