ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে গাফিলতি: ছয় শিক্ষক বহিষ্কার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::

জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বরত শিক্ষকরা পরীক্ষার বিধি ভঙ্গ এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন বলে প্রমাণ মেলে। সঙ্গে সঙ্গে তিনি ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ইউএনও তৌহিদুর রহমান জানান, “পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

তবে বহিষ্কৃত শিক্ষকদের নাম ও প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি। সূত্রে জানা গেছে, তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক।

এদিকে, ইউএনওর এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের মতে, কঠোর নজরদারি থাকলে পরীক্ষা পদ্ধতির সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলায় চলতি বছর মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪ হাজার ২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
৫৪৩ বার পড়া হয়েছে

ইসলামপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে গাফিলতি: ছয় শিক্ষক বহিষ্কার

আপডেট সময় ০২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বরত শিক্ষকরা পরীক্ষার বিধি ভঙ্গ এবং দায়িত্ব পালনে গাফিলতি করছেন বলে প্রমাণ মেলে। সঙ্গে সঙ্গে তিনি ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ইউএনও তৌহিদুর রহমান জানান, “পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

তবে বহিষ্কৃত শিক্ষকদের নাম ও প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি। সূত্রে জানা গেছে, তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক।

এদিকে, ইউএনওর এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের মতে, কঠোর নজরদারি থাকলে পরীক্ষা পদ্ধতির সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলায় চলতি বছর মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪ হাজার ২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছে।