এবার রাজনীতিতে নামছেন ডেসটিনির রফিকুল আমীন
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবার সক্রিয় রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন। তার নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার)।
দলটির প্রথম সদস্য সচিব হিসেবে থাকছেন গণঅধিকার পরিষদের সাবেক উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, যিনি সম্প্রতি ভিপি নূরের নেতৃত্বাধীন সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন।
নতুন দলটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটন (বনানী)-তে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে-“অপার সম্ভাবনাময় বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে ও মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, শুরু হয়েছে নতুন রাজনৈতিক ধারার।
‘৫২-এর ভাষা আন্দোলন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর।
এ লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।