রাজধানীতে মাদকবিরোধী অভিযানে নৃত্যপরিচালক সাইফুল ইসলাম গ্রেপ্তার
রাজধানীর বনানীর অভিজাত ইউনিক রিজেন্সি হোটেলে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই অভিযান চালায়।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, সাইফুল ইসলাম ছাড়াও আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে প্রায় ৬ কেজি শিশা, ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসির কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিএনসির এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক সেবন ও বাণিজ্যর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি।”
গ্রেপ্তার হওয়া নৃত্যপরিচালক সাইফুল ইসলাম ঢাকাই বিনোদন অঙ্গনে পরিচিত একটি নাম। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছিল বলে একটি সূত্র দাবি করেছে।