কালাইয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১,৭৭৮ জন শিক্ষার্থী
সারা দেশের মতো জয়পুরহাট জেলার কালাই উপজেলাতেও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় কালাই উপজেলা থেকে মোট ১,৭৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে উপজেলার পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বালক পরীক্ষার্থীর সংখ্যা ৯৯২ জন এবং বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ৭৮৬ জন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, “পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে চলছে। প্রতিটি কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।
পরীক্ষার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।