ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকালে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৭২ জন

চেকপোস্ট প্রতিবেদক::

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, “ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ৭ এপ্রিল সোমবার আয়োজিত বিক্ষোভে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তিরা জননিরাপত্তা বিঘ্ন ঘটায় এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়।”

তিনি আরও বলেন, “এসব ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার পাশাপাশি আরও কয়েকটি মামলা প্রস্তুতির কাজ চলছে। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া ৭২ জনের মধ্যে-খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কক্সবাজারে ৪ জন, কুমিল্লায় ৩ জন। এছাড়া এ ঘটনায় মোট ৯টি মামলা রুজু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে কিছু স্থানে তা সহিংস রূপ নেয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৫৪১ বার পড়া হয়েছে

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভকালে ভাঙচুর-লুটপাট: গ্রেপ্তার ৭২ জন

আপডেট সময় ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, “ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে ৭ এপ্রিল সোমবার আয়োজিত বিক্ষোভে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তিরা জননিরাপত্তা বিঘ্ন ঘটায় এবং দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়।”

তিনি আরও বলেন, “এসব ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার পাশাপাশি আরও কয়েকটি মামলা প্রস্তুতির কাজ চলছে। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া ৭২ জনের মধ্যে-খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কক্সবাজারে ৪ জন, কুমিল্লায় ৩ জন। এছাড়া এ ঘটনায় মোট ৯টি মামলা রুজু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে কিছু স্থানে তা সহিংস রূপ নেয়।