রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে এক শিক্ষকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় এক কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরখাস্ত হওয়া শিক্ষক হচ্ছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা। এছাড়া, বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন– প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলাম।
অতিরিক্ত, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের প্রকৌশলী এবং ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়োগ এবং টেন্ডার বাণিজ্যের অভিযোগ ওঠেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরখাস্ত হওয়া নাঈম রহমান নিবিড় ও মো. মহিদুল ইসলাম ৪ আগস্ট রুয়েটের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া এবং বোমা হামলায় সংশ্লিষ্ট ছিলেন। এছাড়া, শিক্ষক সিদ্ধার্থ শংকর সাহাকে জুলাই আন্দোলনে তার বিরোধী অবস্থান, আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন এবং পরবর্তীতে প্রশাসনের কাছে আবেদনপত্র দেন। দীর্ঘ সময় ধরে এই কর্মকর্তারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।