কালাইয়ে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ও পৌর সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নুরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, আহমেদাবাদ ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান বাছেদ মিয়া, পুনট ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদুলসহ আরও অনেকে।
আলোচনা সভার সমাপনী বক্তব্যে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে রাষ্ট্রের আইন ও বিধি মেনে কাজ করতে হবে। তিনি সকলকে হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ সেনা দিবসের গুরুত্ব নিয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ সেনাদের স্মরণে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।