মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো রহিমার
২০২৪-২৫ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন রহিমা আক্তার। রাউজান উপজেলার পূর্ব রাউজান, রশিদাপাড়া নুরুল হক চৌধুরী বাড়ীর এই কৃতী শিক্ষার্থী তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছেন।
রহিমা আক্তার জানান, আমি সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে ডাক্তারের অভিনয় করি, সেই থেকেই আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আজ আমি সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছি। তবে আমি সকলের কাছে দোয়া চাই যেন ভালোভাবে পড়াশোনা শেষ করে একজন সফল চিকিৎসক হতে পারি এবং গরিব অসহায় মানুষদের সেবা দিতে পারি।
রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থী রহিমা আকতার এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ায় তার স্কুলে আনন্দের সৃষ্টি হয়েছে। রহিমার বাবা ফরমান উদ্দিন চৌধুরী, মা সৈয়দা তাহারু আকতার এবং তার আত্মীয়-স্বজনও গর্বিত।
এ প্রসঙ্গে, হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমরা এর জন্য অত্যন্ত গর্বিত। আমরা চেষ্টা করছি গুণগত শিক্ষার মান উন্নত করতে এবং আরও মেধাবী শিক্ষার্থী তৈরি করতে।
রাউজান প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন বলেন, “রহিমার বাবা একজন সু-শিক্ষিত এবং ভালো মানুষ। রহিমার দাদা মাওলানা আবদুস সালাম কাদেরী সূত্রে তাদের পরিবার শিক্ষিত। রহিমার বাবা একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে জীবন-যাপন করেন এবং সন্তানদের জন্য প্রচুর কষ্ট করেন। তার কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে।
উল্লেখ্য, রহিমা আক্তার ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন।