প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপে শ্যামনগর জেলা চ্যাম্পিয়ন
শ্যামনগর উপজেলার ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে চমৎকার পারফরমেন্স প্রদর্শন করে সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে তারা তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে ৭-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।
এর আগে, ১৩ জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলাকে ৪-০ গোলে এবং ১৪ জানুয়ারি দেবহাটা উপজেলাকে ৮-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কারিনি এবং তালা ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মৃধা জানান, “২০২৪ সালে আমাদের বিদ্যালয়টি খুলনা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এবারের সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব মন্ডল। পাশাপাশি মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আশরাফ আলী এবং ছোট ভেটখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম শাহারুক গহর সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় এলাকাবাসী এই দলটির সাফল্যে গর্বিত এবং দলটি খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন।