৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা
ছুটি কাটিয়ে আগামী ৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। বাফুফে ইতিমধ্যে ৫৫ নারী ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ক্ষুদেবার্তা পাঠিয়েছে। পরের দিন থেকে শুরু হবে তাদের অনুশীলন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ছুটি দেওয়ার আগে বলেছিলেন, বিদ্রোহী ১৮ ফুটবলারসহ সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই ঘোষণা অনুযায়ী সাবিনা, মাসুরাসহ ১৮ বিদ্রোহী ফুটবলারকেও ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরার নিজ বাসা থেকে বিদ্রোহী ফুটবলারদের অন্যতম মাসুরা পারভীন জানান, “বাফুফে থেকে আমাদের ম্যাসেজ দিয়ে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আমরা যোগ দিচ্ছি।”
ঈদের পর মাসুরা পারভীন ও গোলরক্ষক রূপনা চাকমার ভুটানের ঘরোয়া লিগের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে। মাসুরা পারভীন বলেন, “ক্লাবের সঙ্গে যোগাযোগ আছে। ঈদের পরই আমরা যাবো।”
বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানান, “৫৫ ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। কোচ পিটার বাটলারও ছুটিতে আছেন। তার ৬ এপ্রিল ফেরার কথা। ৭ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন। জুনে রয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ এবং জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই।”
জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা আরব আমিরাতে যাওয়ার আগেই বিদ্রোহের অবসান ঘটিয়ে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৬ এপ্রিল ক্যাম্পে ফিরে সাবিনা-মাসুরাসহ তারা পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবে বলে জানা গেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ৭ এপ্রিল সাবিনাদের অনুশীলনে যোগ দেওয়ার মাধ্যমে অবসান হবে নারী ফুটবলারদের বিদ্রোহ।