৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায় শুরু, ঈদুল আজহার আগেই ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। পরে তারা জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। ডিসি দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতটি পর্যায়ে সফলভাবে কাজ করেও বর্তমানে প্রকল্পটির ৮ম পর্যায় শুরু হচ্ছে না। তারা বলেন, বকেয়া বেতন না দেওয়া, প্রকল্প আউটসোর্সিংয়ের উদ্যোগ ও প্রশাসনিক গড়িমসির কারণে চরম অনিশ্চয়তায় রয়েছেন হাজারো শিক্ষক।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ফিল্ড অফিসার মাহফুজুর রহমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশি, এবং অন্যান্য ওলামায়ে কেরাম।