৫ আগস্ট সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে
সরকার ঘোষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দেশনা জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের অনুসারে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং সেই দিন দেশের সকল অফিস-আদালতসহ তফশিলি ব্যাংকও ছুটির আওতাভুক্ত থাকবে।
সুতরাং, ৫ আগস্ট ব্যাংকগুলো বন্ধ থাকবে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন, এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া সম্ভব হবে। ফলে ডিজিটাল ব্যাংকিং সেবা সচল থাকবে।
এখন থেকেই সংশ্লিষ্টরা তাদের আর্থিক লেনদেন পরিকল্পনা করে পূর্বপ্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকায় ‘ক’ শ্রেণির বিশেষ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।