ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট সর্বদলীয় উদযাপন হবে জুলাই সনদের মাধ্যমে: নাহিদ ইসলাম

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর::

ছবি: সংগৃহীত

‘জুলাই পদযাত্রা’র ২৮তম দিনে জামালপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৭ জুলাই) সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় ১১ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তিনি হরিজন পল্লী পরিদর্শন করেন এবং শহরের তমাল তলা থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার ৭ উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

পদযাত্রা ও পথসভাকে ঘিরে পুরো জামালপুর শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে হবে—একটি উচ্চ কক্ষ গঠন করতে হবে ভোটের অনুপাতে। এতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে। তবে উচ্চ কক্ষ গঠনে রাজনৈতিক ঐক্যমতের অভাবে জুলাই সনদ আটকে রয়েছে। আমরা আশাবাদী, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট সর্বদলীয় উদযাপন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন যাতে প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে হয়, সেজন্য আমরা কমিশন সংস্কার, বিচার সংস্কার ও নতুন সংবিধানকে প্রাধান্য দিচ্ছি। ইতোমধ্যে পুলিশ কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

নাহিদ ইসলাম বলেন, “অনেকে বলে আমরা নির্বাচনে বাধা দিচ্ছি, কিন্তু গণঅভ্যুত্থান না হলে এই সরকারের আমলে কোনো নির্বাচনের সম্ভাবনাই থাকত না। কোটা আন্দোলনের পথ ধরে গণঅভ্যুত্থানের যে ধারা তৈরি হয়েছে, তা না হলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। আমরা সংগঠিত না থাকলেও সর্বোচ্চ চেষ্টা করেছি অন্তর্বর্তী সরকার ও রাজনীতিকে গণঅভ্যুত্থানের পথে পরিচালিত করতে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ।

পথসভা শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

৫ আগস্ট সর্বদলীয় উদযাপন হবে জুলাই সনদের মাধ্যমে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১০:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

‘জুলাই পদযাত্রা’র ২৮তম দিনে জামালপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৭ জুলাই) সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় ১১ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তিনি হরিজন পল্লী পরিদর্শন করেন এবং শহরের তমাল তলা থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার ৭ উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

পদযাত্রা ও পথসভাকে ঘিরে পুরো জামালপুর শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, “জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে হবে—একটি উচ্চ কক্ষ গঠন করতে হবে ভোটের অনুপাতে। এতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব হবে। তবে উচ্চ কক্ষ গঠনে রাজনৈতিক ঐক্যমতের অভাবে জুলাই সনদ আটকে রয়েছে। আমরা আশাবাদী, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট সর্বদলীয় উদযাপন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন যাতে প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে হয়, সেজন্য আমরা কমিশন সংস্কার, বিচার সংস্কার ও নতুন সংবিধানকে প্রাধান্য দিচ্ছি। ইতোমধ্যে পুলিশ কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

নাহিদ ইসলাম বলেন, “অনেকে বলে আমরা নির্বাচনে বাধা দিচ্ছি, কিন্তু গণঅভ্যুত্থান না হলে এই সরকারের আমলে কোনো নির্বাচনের সম্ভাবনাই থাকত না। কোটা আন্দোলনের পথ ধরে গণঅভ্যুত্থানের যে ধারা তৈরি হয়েছে, তা না হলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। আমরা সংগঠিত না থাকলেও সর্বোচ্চ চেষ্টা করেছি অন্তর্বর্তী সরকার ও রাজনীতিকে গণঅভ্যুত্থানের পথে পরিচালিত করতে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ।

পথসভা শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।