৩ যোদ্ধার কাহিনি নিয়ে আসছে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটির আয়ের লক্ষ্য
প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘ওয়ার টু’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট। এই ছবিতে প্রথমবারের মতো একই স্ক্রিনে দেখা যাবে বলিউডের সুপারস্টার হৃতিক রোশন, দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানিকে।
বহুল আলোচিত স্পাই ইউনিভার্স সিরিজের এই নতুন কিস্তিতে তুলে ধরা হবে তিন যোদ্ধার ভিন্ন ভিন্ন লড়াই। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে তার ইঙ্গিত। হৃতিকের চরিত্র বলতে শোনা যায়-“আমি প্রতিজ্ঞা করছি, আমার পরিচয় ভুলে গিয়ে ছায়ার মতো হয়ে যাব।”
অন্যদিকে জুনিয়র এনটিআর বলেন-“যে যুদ্ধ কেউ জিততে পারে না, সেটাই আমি জিতে দেখাব।”
ট্রেলারে দুজনের মধ্যকার শক্তিশালী সংঘাত, অ্যাকশন দৃশ্য ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের আভাস মিলেছে। পাশাপাশি উঠে এসেছে টাইগার শ্রফের ঝলক, যা আগের কিস্তির সঙ্গে সংযোগের ইঙ্গিত দেয়।
ছবিতে কিয়ারা আদভানির দ্বৈত রূপও আলোচনায়। কখনও বিকিনিতে, কখনও অস্ত্র হাতে তিনি হাজির হয়েছেন একাধারে গ্ল্যামার ও শক্তির প্রতীক হয়ে। ট্রেলারে হৃতিক ও কিয়ারার রোমান্টিক মুহূর্তও দেখা গেছে।
বড় বাজেট ও তারকাবহুল এই সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, হৃতিক-এনটিআরের দ্বৈরথই ছবিটির মূল আকর্ষণ।
তিন যোদ্ধার এই লড়াইয়ে কে জয়ী হবে? সবাই যদি দেশকেই আগে রাখে, তাহলে সংঘাতের অর্থ কী? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে ১৪ আগস্ট, ‘ওয়ার টু’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর।