সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা
২৬৮ আসনে লড়ছে ইসলামী আন্দোলন, বাকি ৩২ আসন কাদের দেবে?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং এসব আসনে প্রার্থীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
তিনি আরও জানান, এখনো ৩২টি আসন বাকি রয়েছে। এসব আসনে কাদের সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে নেওয়া হবে।
“আমাদের আদর্শ ও লক্ষ্য যাদের সঙ্গে মিলবে, ইনশাআল্লাহ আমরা তাদেরই সমর্থন দেব,” বলেন গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতেই সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। দলের নেতাকর্মীরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে একটি পবিত্র ইবাদত হিসেবে মনে করেন। সে কারণে এই সিদ্ধান্তে দলের মধ্যে কোনো হতাশা নেই বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিন মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে দলটি তাদের অবস্থান স্পষ্ট করল।




















