১ জুলাই থেকে বাংলাদেশ-জাপান ফ্লাইট স্থগিত
ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে কোনো ফ্লাইট চলবে না।
এছাড়া যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য কোনো বাড়তি চার্জ ছাড়াই ফেরত দেওয়া হবে। এ জন্য টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।