১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’তে হাতিরঝিলে ড্রোন শো ও সাংস্কৃতিক আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার, ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এ আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরু হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর একে একে প্রদর্শিত হবে জুলাই প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রসমূহ- ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাঁথা’।
এই চলচ্চিত্রগুলোতে জুলাই আন্দোলনের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা, আত্মত্যাগ ও সংগ্রামের নানা দিক তুলে ধরা হবে।
চলচ্চিত্র প্রদর্শন শেষে থাকছে জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ ও বক্তব্য, যেখানে আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
এরপর পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’। এতে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি, সানি, এবং ব্যান্ড দল রেপার কালেক্টিভ ও আর্টসেল।
গানের মধ্য দিয়ে তুলে ধরা হবে প্রতিরোধ, সংহতি ও মানবাধিকারের বার্তা।
সবশেষে আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসেবে থাকছে ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউড’-ভিত্তিক একটি ব্যতিক্রমধর্মী ড্রোন শো, যা আলোক ও প্রযুক্তির ছন্দে ফুটিয়ে তুলবে প্রতিরোধের ইতিহাস ও তার প্রভাব।
স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সব স্তরের দর্শকের অংশগ্রহণ কামনা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে জুলাই অভ্যুত্থানের চেতনা জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।