১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে এ ঘোষণা দেন।
এর আগে, বাংলাদেশকে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রাথমিক সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই হিসাবে ১৫ শতাংশ কমিয়ে নতুন শুল্কহার নির্ধারণ করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, হোয়াইট হাউস থেকে দেওয়া এক ঘোষণায় এ শুল্ক হারের কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির আওতায় শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের ওপর ভিন্ন ভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ করে, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিশ্ব বাণিজ্য ঘাটতি মোকাবিলার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে বেশ কিছু দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। তখন বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরবর্তীতে ৯ এপ্রিল, আলোচনার সুযোগ দিয়ে ওই শুল্ক সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র।
এই সময়কালে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে শুল্ক পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করে যুক্তরাষ্ট্র। এসব আলোচনার ফলেই বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।