১৪ বছর পর শিবিরের সদস্য সম্মেলন, ঢলে ভরেছে সোহরাওয়ার্দী
দীর্ঘ ১৪ বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয় এবং সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্যরা সরাসরি অংশ নিতে উদ্যান এলাকায় সমবেত হন।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং উৎসাহ ছিল ব্যাপক। সম্মেলনের জন্য উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। দীর্ঘ সময় পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে ছাত্রশিবিরের সদস্যরা বেশ উচ্ছ্বসিত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুসারে, সম্মেলন উদ্বোধন করেন শহীদের পিতা। সম্মেলন দুটি সেশনে অনুষ্ঠিত হচ্ছে, যার প্রথম সেশনটি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন হিসেবে অনুষ্ঠিত হয়, এবং পরবর্তী সেশনটি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন হিসেবে অনুষ্ঠিত হবে।