১৪ বছর পর ফের ভারতের মাটিতে মেসি, টিকিট ও ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ডিসেম্বর ২০২৫-এ ভারতে আসছেন। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতের মাটিতে পদার্পণ করতে চলা মেসি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি কলকাতা, মুম্বাই, দিল্লি ও সম্ভবত আরও একটি শহরে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
মেসির সফরের মূল আকর্ষণগুলো হলো: কনসার্ট ও যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ ও ফুটবল টুর্নামেন্ট “গোট কাপ”, দাতব্য উদ্যোগ উদ্বোধনী অনুষ্ঠান, ক্রিকেট ম্যাচে অংশ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটাররা।
মেসি বলেছেন, “আমি আনন্দিত যে ভারতের মতো সুন্দর দেশে যেতে পারব এবং কনসার্ট, ফুটবল ক্লিনিক ও দাতব্য উদ্যোগে অংশ নিতে পারব।”
কলকাতার ইডেন গার্ডেন্স-এ মেসিকে সংবর্ধনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শিশুদের জন্য ফুটবল কর্মশালা ও ৭-এ সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টিকিট শুধুমাত্র District অ্যাপে পাওয়া যাবে।
এর আগে ২০১১ সালে মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন। বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি-তে খেলছেন। তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্বকাপ।