১৩ মাস পর যমুনায় ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু
বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ১৩ মাস পর ইউরিয়া উৎপাদনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানার কর্তৃপক্ষ। এই তথ্য নিশ্চিত করেছেন কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) এর আওতাধীন। শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করত, তবে গ্যাস সংকট এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে দৈনিক উৎপাদন ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে এসেছে।
যমুনা সার কারখানার নিয়মিত উৎপাদনের জন্য প্রয়োজন ৪২-৪৩ পিএসআই গ্যাসের চাপ। তবে গত ১৫ জানুয়ারি থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দেওয়ায় উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ বাড়ানো হলে, উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়।
তবে, পুরোপুরি উৎপাদনে যেতে আরও ৫-৭ দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি জানান, গ্যাস সংকটের কারণে গত বছরের জানুয়ারিতে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন গ্যাসের চাপ বাড়ানোর ফলে ইউরিয়া উৎপাদন কার্যক্রম আবার শুরু হয়েছে।
এই দীর্ঘ বন্ধের পর আবার উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে, যারা সার সংকটের কারণে তাদের ফসলের জন্য ইউরিয়া সারের অভাব অনুভব করছিলেন।