১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন পদ্মাপাড়ের দেড় হাজার পরিবার
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে পল্লীবিদ্যুতের খাম্বা পড়ে যাওয়ায় ১০ দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে চরাঞ্চলের দেড় হাজার পরিবার। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুর-সাত্তার মোড় এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পদ্মা পাড়ের বাসিন্দারা। তাদের অভিযোগ খাম্বা পড়ে যাওয়ার বিষয়টি ঘটনার সঙ্গে সঙ্গে কানসাট পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলেও কোন ব্যবস্থা নেননি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
তিনি জানান, ১০ দিন আগে পদ্মা নদীর তীর সাত্তার মোড়ের একটি খাম্বা নদীতে পড়ে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পরেও মেরামতে উদ্যোগ নেয়া হয়নি। এতে তীব্র গরমে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বাসিন্দাদের। দোকান ও বাসা বাড়ীর ফ্রিজের খাবারও নষ্ট হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.ছানোয়ার হোসেন বলেন,তীব্র স্রোতের কারনে খাম্বাটি পুঃস্থাপন করা যাচ্ছে না।নদীতে পানি কমলে দ্রুত সমাধান করা হবে।