হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত যা লেখা ছিল, সেটি মুছে দিয়েছিল, যার মানে হলো সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সালাহউদ্দিন আহমেদ গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীসহ বিশ্ববাসীকে ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আজ ফিলিস্তিনিদেরকে পরবাসী বানাচ্ছে এবং এই গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্ব এবং পরাশক্তিরা নির্বিকার।
সালাহউদ্দিন আহমেদ মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনার কণ্ঠ উচ্চ করবেন এবং ব্যবস্থা নেবেন। ইসরায়েলকে যারা অস্ত্র সহযোগিতা করছে তাদেরকে বাধ্য করুন ইসরায়েলকে যেন কোনো মারণাস্ত্র না দেওয়া হয়।”
তিনি আরও ঘোষণা করেন, ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে এবং মুসলিম বিশ্বের একত্রীক হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।