হাসনাত আব্দুল্লাহর বিস্ফোরক স্ট্যাটাস: আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা
হাসনাত আব্দুল্লাহ, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আওয়ামী লীগকে ফেরানোর বিরুদ্ধে তাঁর ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। ২১ মার্চ, শুক্রবার মধ্যরাতে দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন যে, কিছুদিন আগে “রিফাইন্ড আওয়ামী লীগ” নামে একটি নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু হয়েছে, যা মূলত ভারতের তৈরি। এই পরিকল্পনা বাস্তবায়নে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে আনা হচ্ছে বলে তিনি দাবি করেন।
হাসনাত জানান, ক্যান্টনমেন্ট থেকে তাঁদেরকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল এবং তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল যাতে তারা আওয়ামী লীগের ফিরে আসাকে সমর্থন করেন, তবে তিনি এবং তার সঙ্গীরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি আরও বলেন, তাঁদেরকে বলা হয়েছিল যে, বিভিন্ন রাজনৈতিক দল শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য রাজি হয়েছে এবং এর ফলে আওয়ামী লীগের “কামব্যাক” ঘটবে।
হাসনাত বলেন, তিনি কখনোই এই পরিকল্পনার সঙ্গে একমত হননি এবং সরাসরি অস্বীকার করেছেন যে, আওয়ামী লীগকে ফেরানো হলে দেশে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তিনি যুক্তি দেন যে, যদি আওয়ামী লীগ ফেরাতে চেষ্টা করা হয়, তবে তারা জনগণের উপর চাপ সৃষ্টি করবে এবং তার দায়ভার কেউ নিতে পারবে না।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না,” এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানান।