ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হামলা-চাঁদাবাজির অভিযোগ যশোরে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কার

চেকপোস্ট ডেস্ক::

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা বিএনপির পাঁচ, যুবদলের চার ও ছাত্রদলের চারজন।

বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলার ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি ও তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে নির্দেশনা দিয়েছে।

এ নির্দেশনা অমান্য করে যশোরে বিএনপির ও সহযোগী সংগঠনের ১৩ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, চাঁদাবিজি চালিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সংগঠন তাদের বহিষ্কার করেছে।

সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ইউনুস আলী রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। শেখ হাসিনা দেশত্যাগের পর ইউনুস সেসব আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীকে হুমকি এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন।

অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্য ও সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে।

বুধবার সংগঠনের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হকের নির্দেশে সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগে সদর উপজেলার আরও এক ইউনিয়ন নেতা, মনিরামপুর উপজেলার ১ ও কেশবপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে কেশবপুর উপজেলা যুবদলের তিনজন ও সদর উপজেলা যুবলীগের একজনসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। হামলা, হুমকি ভাঙচুরের ঘটনায় সদর মনিরামপুর ও কেশবপুরের চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে ঝিকরগাছা বাজারে উপজেলা বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসব কারণে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলার দায়ে ঝিকরগাছা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে রয়েছেন দ্বাদশ সংসদের যশোরের ৬ এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। তবে আওয়ামী লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহবান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ মতবিনিময়ে এ আহবান জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
৫০৩ বার পড়া হয়েছে

হামলা-চাঁদাবাজির অভিযোগ যশোরে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কার

আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা বিএনপির পাঁচ, যুবদলের চার ও ছাত্রদলের চারজন।

বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলার ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। চলমান পরিস্থিতিতে বিএনপি ও তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে নির্দেশনা দিয়েছে।

এ নির্দেশনা অমান্য করে যশোরে বিএনপির ও সহযোগী সংগঠনের ১৩ নেতা প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, চাঁদাবিজি চালিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সংগঠন তাদের বহিষ্কার করেছে।

সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ইউনুস আলী রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। শেখ হাসিনা দেশত্যাগের পর ইউনুস সেসব আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীকে হুমকি এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন।

অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্য ও সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে।

বুধবার সংগঠনের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হকের নির্দেশে সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগে সদর উপজেলার আরও এক ইউনিয়ন নেতা, মনিরামপুর উপজেলার ১ ও কেশবপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে কেশবপুর উপজেলা যুবদলের তিনজন ও সদর উপজেলা যুবলীগের একজনসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। হামলা, হুমকি ভাঙচুরের ঘটনায় সদর মনিরামপুর ও কেশবপুরের চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে ঝিকরগাছা বাজারে উপজেলা বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এসব কারণে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলার দায়ে ঝিকরগাছা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে রয়েছেন দ্বাদশ সংসদের যশোরের ৬ এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। তবে আওয়ামী লীগ নেতাদের নির্ভয়ে ঘরে ফেরার আহবান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ মতবিনিময়ে এ আহবান জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।