হাড় কাঁপানো শীতে দিনাজপুরবাসীর দুর্ভোগ
নতুন বছরের তৃতীয় দিন (৩ জানুয়ারি ২০২৫) দিনাজপুরে হাড় কাঁপানো শীতের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিন সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্য প্রবাহে জেলাজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখিসহ অন্যান্য প্রাণিকূল চরম দুর্ভোগে পড়েছে।
গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। দিনের কিছু সময় সূর্য দেখা গেলেও তা তেমন কার্যকর নয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়ছে। শীত থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
শীতের কারণে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ শীতজনিত ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে রোগীর ভিড় বেড়েছে।
গরম কাপড়ের চাহিদা বেড়ে যাওয়ায় শহরের কাচারি বাজার ও বিভিন্ন মোড়ে অস্থায়ী দোকানগুলোতে ভিড় জমেছে। এতে দোকানিরা খুশি।
শহরের চাউলিয়াপট্টির ইজিবাইকচালক নুর ইসলাম বলেন, “এই ঠান্ডায় ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। কিন্তু পেটের তাগিদে বের হতে হয়।”
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী দুই-এক দিন শীতের এমন অবস্থা থাকতে পারে। তবে এর পর সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের তাপমাত্রা নিম্নগতিতে থাকলেও ১ জানুয়ারির ১০.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে তা সামান্য কমে এসেছে।
শীতজনিত এই দুর্ভোগ সামাল দিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।