হবিগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পান তিনি। এরপর থেকেই আইন ও রাজনীতির দুই অঙ্গনে সমানতালে সক্রিয় থেকে সংগঠন ও তৃণমূল কর্মীদের আস্থা অর্জন করেছেন।
আইন অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য আইনজীবী হিসেবে সুপরিচিত। রাজনৈতিকভাবে হয়রানির শিকার নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও আদালতে তাদের পাশে দাঁড়ানোর কারণে সহকর্মী এবং দলের নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।
রাজনীতিতেও তাঁর দৃঢ় উপস্থিতি রয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি চুনারুঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।” এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং গণসংযোগ চালান।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সন্তান অ্যাডভোকেট আমিনুল ইসলাম পারিবারিকভাবেও সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের স্বামী।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনজীবী অঙ্গনে অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্বের কারণে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভবিষ্যতের সম্ভাবনাময় নেতা। মনোনয়ন পেলে তিনি হবিগঞ্জ-৪ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন বলে এলাকাবাসীর ধারণা।