হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবি নিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি
হবিগঞ্জ প্রেসক্লাবের সংস্কারের দাবিতে আবারও আন্দোলন করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা। রোববার দুপুর ১২টায়, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সাংবাদিকরা ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এই সময় তারা প্রেসক্লাব সংস্কারের ৫ দফা দাবিতে বক্তব্য প্রদান করেন।
সাংবাদিকরা জানান, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে তাদের আন্দোলন চলছে। গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় সাবেক এমপি আবু জাহিরের মনোনীত কমিটি বাতিল করে সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। এরপর সেই দিনই আন্দোলনকারী সাংবাদিকদের ৬ সদস্যের একটি প্রতিনিধির সঙ্গে বৈঠক করা হয়, যেখানে তাঁদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে, ১২ দিন অতিবাহিত হলেও তাদের ডাকা হয়নি।
সাংবাদিকদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করে প্রেসক্লাব নেতারা গোপনে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন। এর অংশ হিসেবে এডহক কমিটির আহ্বায়ক অবৈধ ভোটার তালিকা পাঠিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছেন। সাংবাদিকরা দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভুয়া ভোটার বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হোক।
সাংবাদিকরা হুশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি না মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বা নির্বাচনের তফসিল ঘোষণা হয়, তাহলে হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই প্রহসনের নির্বাচন বাতিলের ডাক দেব।”
অবস্থান কর্মসূচি শেষে, সাংবাদিকরা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, জেলা পুলিশ সুপার রেজাউল করিম খান এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান কাউছারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবির কথা তুলে ধরেন। তারা আশ^স্ত হন যে, সমস্যার দ্রুত সমাধান হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এখন টেলিভিশন ও খবরের কাগজ-এর জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক প্রভাকর-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও আজকের পত্রিকা-এর জেলা প্রতিনিধি সহিবুর রহমান, আমার বার্তা-এর জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, বাংলাদেশ সমাচার-এর জেলা প্রতিনিধি আব্দুল হান্নান টিপু, এবং দেশ টিভি-এর জেলা প্রতিনিধি আমীর হামজা।
উপস্থিত ছিলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শেখ শাহাউর রহমান বেলাল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি আলফু মিয়া, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক এএইচ রুবেল, বার্তা সম্পাদক কাজী মিজান, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, প্রভাকর’র বার্তা সম্পাদক মো. রুবেল মিয়া, সাংবাদিক আতিকুল ইসলাম সোহাগ, সময়ের আলোর জেলা প্রতিনিধি সৈয়দ সালিক, মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি শেখ এম এ জলিল, দৈনিক ভোরের আকাশ’র জেলা প্রতিনিধি রেজাউল করিম, স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি রহমত আলী, সাংবাদিক কেএম ওয়াহাব নঈমী, সাইফুদ্দিন জাবেদ, মো. নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. শাহিন মিয়া, এসএম হেলালুর রহমান শাওন খান, আব্দুল হান্নান খান, আব্দুন নূর বাবুল, শাহেনা আক্তার, রিপন মিয়া, হুমায়ূন কবিরসহ অন্তত ৩০ জন সাংবাদিক।