গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টির হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদৃর
হবিগঞ্জে ২৪ জুলাই এনসিপির পদযাত্রা, উত্তেজনার আশঙ্কা
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান-এমন অভিযোগ তুলেছেন ‘জুলাই পদযাত্রা উদযাপন কমিটি’র আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
মঙ্গলবার দুপুরে শহরের আমির চান কমপ্লেক্স এর স্কাইকিং চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, একেএম নাসিম প্রমুখ।
আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমরা প্রতিটি বিষয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ আনবে বলে প্রশাসন জানিয়েছে।”
তিনি আরও জানান, পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা রয়েছে। সবশেষে তিনি আগামী ২৪ জুলাইয়ের পদযাত্রা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।