হবিগঞ্জে সেনা অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বানিয়াচং উপজেলার যুবলীগ নেতা আব্দুল হাদী (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২৪ আগস্ট (রবিবার) বিকেল ৩টার দিকে শহরের বেবী স্ট্যান্ড এলাকা থেকে সেনা সদস্যরা তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাদী হবিগঞ্জ সদর থানার ১২/১৮১ নম্বর মামলার ৫৮ নাম্বার পলাতক আসামি।
গ্রেফতারকৃত আব্দুল হাদী বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের আফরোজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কাগাপাশা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।