হবিগঞ্জে সেচ্ছা শ্রমে কৃষকের ধান কেটে দিলেন আনসার ভিডিপির সদস্যরা
হবিগঞ্জ জেলার মধবপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের বোর ধান কাটার মৌসুম চলছে। শ্রমিক সংকটের কারণে শ্রমিকের মজুরি অতিরিক্ত বাড়ে যাওয়ায় ধান চাষিরা তাদের ফসল কাটতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে মাধবপুর উপজেলা আনসার ভিডিপির একটি সক্রিয় টিম এক অসহায় কৃষক মোঃ জানু মিয়ার পাশে দাঁড়িয়েছে।
মোঃ জানু মিয়া জানান, “ধান চাষে এবার ফলন ভাল হলেও শ্রমিক সংকটের কারণে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে হাওরের পাকা ধান রক্ষা করতে পারছিলাম না। আমি নিরুপায় হয়ে আনসার ভিডিপির সহযোগিতা চাইলে, মাধবপুর উপজেলা আনসার কর্মকর্তার মাধ্যমে হবিগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট হোসনে আরা হাসির নেতৃত্বে ৪ এপ্রিল রবিবার ১৫/১৬ জনের এক দল আনসার ও ভিডিপি সদস্য আমার তিন কানি জমির পাকা বোর ধান কেটে বাড়িতে তুলে দেন।”
এসময় উপস্থিত ছিলেন আনসার সদস্যের সার্কেল এডজুট্যান্ট সুভাষীষ চক্রবর্তী, উপজেলা আনসার কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা প্রশিক্ষক আব্দুল ওয়াহাব সহ অন্যান্য আনসার ভিডিপি সদস্যরা।
কৃষক মোঃ জানু মিয়া বলেন, “এছাড়া আমি দেখেছি আনসার ভিডিপি সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট উন্নয়ন মুলক কাজ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন।”