হবিগঞ্জে রূপান্তরের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত
হবিগঞ্জে রূপান্তর কর্তৃক আয়োজিত “রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা” বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এ সংলাপ হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার রহমান। এছাড়া নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাহান আরা খাতুন, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহম্মেদ রিপন এবং বাবুল মল্লিক প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার যুব ফোরামের আহ্বায়কবৃন্দও দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় সক্রিয়ভাবে অংশ নেন।
দিনব্যাপী সংলাপে জনপ্রতিনিধি, যুব ফোরাম এবং নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা স্থানীয় সম্প্রীতি বজায় রাখা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
রূপান্তরের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
আলোচনায় অংশ নিয়ে জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতা কামনা করেন।