ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

এইচ আর রুবেল::

ব্যস্ত সময় পার করছেন চাষিরা

হবিগঞ্জের হাওরাঞ্চলে চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের মাঠগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৫ হাজার ৬৫২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই বীজতলার চারা জমিতে রোপণ করছেন কৃষকরা।

হাওর এলাকার মাঠে ঘুরে দেখা গেছে, প্রান্তিক কৃষকরা ভোরের আলো ফোটার আগেই বীজতলা থেকে চারা উত্তোলন শুরু করেন। অনেক জায়গায় সরাসরি মাটি ব্যবহার না করে ট্রেতে বীজতলা তৈরি করা হয়েছে। এসব ট্রে থেকে কৃষকরা চারা সংগ্রহ করে জমিতে রোপণ করছেন।

সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছেন চাষিরা। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের কাজ চলছে বিভিন্ন এলাকায়, যা শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় করছে।

জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে তিন ধরনের বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে হাইব্রিড জাত ৫০ হাজার ৮৮৫ হেক্টর, উফশী জাত ৭২ হাজার ৮০১ হেক্টর, স্থানীয় জাত ৫০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, হেক্টরপ্রতি উৎপাদনের সম্ভাব্য হার নিম্নরূপ হাইব্রিড জাত ৪ দশমিক ৬৮ টন, উফশী জাত ৬ দশমিক ৯৩ টন, স্থানীয় জাত ১ দশমিক ৯ টন। এই হিসাবে হবিগঞ্জ থেকে মোট ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ধানের হিসেবে হবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টন।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান বলেন, “জেলার হাওরজুড়ে বোরো আবাদ চলছে। কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত থাকবে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
৫৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

আপডেট সময় ১২:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জের হাওরাঞ্চলে চলছে বোরো ধানের চারা রোপণের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের মাঠগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৫ হাজার ৬৫২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই বীজতলার চারা জমিতে রোপণ করছেন কৃষকরা।

হাওর এলাকার মাঠে ঘুরে দেখা গেছে, প্রান্তিক কৃষকরা ভোরের আলো ফোটার আগেই বীজতলা থেকে চারা উত্তোলন শুরু করেন। অনেক জায়গায় সরাসরি মাটি ব্যবহার না করে ট্রেতে বীজতলা তৈরি করা হয়েছে। এসব ট্রে থেকে কৃষকরা চারা সংগ্রহ করে জমিতে রোপণ করছেন।

সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছেন চাষিরা। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের কাজ চলছে বিভিন্ন এলাকায়, যা শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় করছে।

জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে তিন ধরনের বোরো ধান আবাদ করা হবে। এর মধ্যে হাইব্রিড জাত ৫০ হাজার ৮৮৫ হেক্টর, উফশী জাত ৭২ হাজার ৮০১ হেক্টর, স্থানীয় জাত ৫০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, হেক্টরপ্রতি উৎপাদনের সম্ভাব্য হার নিম্নরূপ হাইব্রিড জাত ৪ দশমিক ৬৮ টন, উফশী জাত ৬ দশমিক ৯৩ টন, স্থানীয় জাত ১ দশমিক ৯ টন। এই হিসাবে হবিগঞ্জ থেকে মোট ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ধানের হিসেবে হবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টন।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান বলেন, “জেলার হাওরজুড়ে বোরো আবাদ চলছে। কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত থাকবে।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464