হবিগঞ্জে পুলিশের অভিযানে সিএনজি উদ্ধার, ৩ ডাকাত গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও লাখাই থানার পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বুধবার (তারিখ উল্লেখ নেই) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
প্রথমে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে অভিযান চালিয়ে বি-বাড়ীয়া জেলার মালিহাতা গ্রামের মৃত সাইদ মিয়ার ছেলে শাপি মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। শাপি মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার হারিছপুর গ্রামে অভিযান চালিয়ে ছোয়াব মিয়ার ছেলে নাছির মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বি-বাড়ীয়া জেলার বাদুঘর বেয়াল্লিশ শহরে সালমান মীরের গ্যারেজ থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-১১-৫৭৬০) উদ্ধার করা হয়। একই সঙ্গে বাদুঘর গ্রামের তারা মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৬)-কেও গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা মৃদুল কুমার ভৌমিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লাখাই থানায় সিএনজি অটোরিকশা ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। তাদের হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা থানায় হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।