হবিগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে মশাল মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ ও প্রধান সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচির সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। সভা পরিচালনা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা মাহদি হাসান, জুনায়েদ আলী সিদ্দিকী ও তোফায়েল আহাম্মদ।
এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান, জেলা সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভাপতি এডভোকেট আব্দুল মালেক, সদর উপজেলা সভাপতি মৌলানা ফরিদ আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের নিবন্ধন বাতিল করার দাবি জানান। পাশাপাশি ভিপি নুরের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অন্যদিকে, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতারা।