হবিগঞ্জে দুই প্রধান শিক্ষক উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন

মাধবপুর উপজেলার মাঝিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নি রহমান ও সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ ও মৌলবাদী বক্তব্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন।
তন্নি রহমান একটি পোস্টে নারীদের প্রতি অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্যকে মানবিক মূল্যবোধবিরোধী ও অনৈতিক হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। অন্যদিকে নয়ন চৌধুরী ‘টিভি ভাঙা’ ঘটনার প্রেক্ষিতে টেলিভিশনকে ‘হারাম’ বলা হয়েছে এমন উগ্র মন্তব্যকে হিপোক্রেসি ও যুক্তিহীন হিসেবে সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি টেলিভিশন হারাম হয়, তবে মোবাইল ও ভিডিও মাধ্যমও কেন হারাম নয়।
দুই শিক্ষকের এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। সচেতন মহল মনে করে, শিক্ষকদের এমন অবস্থান উগ্রবাদ ও মৌলবাদ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্থানীয় মাদ্রাসার মুফতি ও গণমাধ্যমকর্মী মুফতি জাকির রহমান বলেন, “ইসলাম কখনো উগ্রতার শিক্ষা দেয় না। চাকরি বা ব্যবসায় নারীদের কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলাম প্রযুক্তিকেও নিষিদ্ধ করে না। আল কুরআনের আরেক নাম ‘আল-হাকিম’, যা জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। জ্ঞান-বিজ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ।”



















