হবিগঞ্জে দিনব্যাপী পুজামণ্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি উপ-মহাপরিচালক জিয়াউল হাসান
হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও বাহুবল তিন উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মন্ডপগুলো দিনব্যাপী পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন মন্ডপ কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলের তোরা ও মিষ্টি বিতরণ করেন।
উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান জানান, মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ SGP, BAM, NDC, AFWC, PSC-এর নির্দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে উদযাপন নিশ্চিত করার জন্য সারাদেশে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন অঞ্চলে দুই লক্ষাধিক প্রশিক্ষিত চৌকশ ব্যাটালিয়ন আনসার মোতায়েন রয়েছে। এছাড়াও ৩১,৫৭৬টি পুজামণ্ডপে ৯২টি প্রশিক্ষিত চৌকশ টিম নিয়োজিত রয়েছে, যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সিলেট বিভাগের চারটি জেলায় ২,৭০৩টি পুজামণ্ডপে ১৭,১৭৮ জন বাছাইকৃত প্রশিক্ষিত ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাদের মূল লক্ষ্য—কোনও অশুভ শক্তি যাতে দুর্গাপূজা উৎসবের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
উপ-মহাপরিচালক বলেন, “কোনও অশুভ শক্তি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাছাইকৃত চৌকশ ব্যাটালিয়ন ও ট্রাইকিং টহল সর্বোচ্চ প্রস্তুতিতে আছে।”
পরিদর্শনে হবিগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট হোসনে আরা হাসি এবং সার্কেল এডজুট্যান্ট দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। প্রতিটি উপজেলার ভিডিপি কর্মকর্তা সর্বক্ষণ সতর্ক অবস্থানে আছেন, যাতে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
 
																			 
										 
								                                        













