হবিগঞ্জে তিন দিনে তিন জনের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচংয়ে গত তিন দিনে তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। থানা পুলিশ ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে দুটি নারী এবং এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
প্রথম ঘটনাটি ঘটে ৫ নভেম্বর, যখন রায়ের পাড়া এলাকার রুপেন রায়ের স্ত্রী অর্পি রায়ের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, অর্পি রায়ের মৃত্যুর পেছনে পারিবারিক কোনো অশান্তির ঘটনা থাকতে পারে, তবে তা এখনও স্পষ্ট হয়নি।
৬ নভেম্বর, দক্ষিণ যাত্রাপাশা এলাকার গোপাল ঋষির (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি, গোপাল কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তাকে “জ্বিনে ধরা” হয়েছিল বলে অভিযোগ ছিল।
এরপর, ৮ নভেম্বর, শরিফখানী পূর্ব হাঁটির মহিবুর রহমান মিয়ার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি, মহিবুর রহমানের বোনদের কাছ থেকে পাওনা টাকা নিয়ে তার স্ত্রী রীমা আক্তারের সাথে ঝামেলা চলছিল, যা সম্ভবত তার মৃত্যুর কারণ হতে পারে।
এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।