হবিগঞ্জে তারেক রহমানের ইঙ্গিতে গালি নয়: গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউকে গালি দিতে বলেননি— হবিগঞ্জে এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।
সোমবার (সময়: বেলা ১২টা) হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সম্প্রতি এক সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে অশালীন ভাষায় গালি দেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, জি কে গউস যদি বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য না দেন, তবে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দসহ গণঅধিকার পরিষদে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
বক্তারা অভিযোগ করেন, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকেই এ ধরনের গালাগালি করেছেন জি কে গউস।
উল্লেখ্য, এডভোকেট নোমানের ভাই ওয়ান-ইলেভেন সময় ডিজিএফআইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।