হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলবেলা সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্যাগস :