হবিগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সরকারের পদত্যাগের পর ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ সদস্যরা। চলমান এই পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারাদেশের মতো হবিগঞ্জেও নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সড়কে নেমে সারাদিন হবিগঞ্জ শহরে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, শহরের সব ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থীদের সরব অবস্থান। সবার হাতে ছোট ছোট লাঠি। সেসব লাঠি দিয়ে সিগন্যালের কাজ করছেন তারা। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহন লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো।
দায়িত্ব পালনরত শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা দাবি বাস্তবায়নের পর পুলিশ সরে যাওয়ায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ভেবে মানুষের দুর্ভোগ কমানোর জন্য সড়কে আছি আমরা। আমরা এটাকে খুব এনজয় (উপভোগ) করছি।
তারা বলেন, শুধু ট্রাফিক ব্যবস্থাই নয়, আমরা সকালে বাজারে বাজারে গিয়ে মনিটরিং করেছি। কোনো ব্যবসায়ী যেন কারও কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য সকলকে সচেতন করেছি। মানুষের কষ্ট লাঘবে আমরা আছি, সবসময় থাকব।
এ প্রসঙ্গে অটোরিকশা চালক বাবু মিয়া বলেন, শিক্ষার্থীরা খুব ভালো কাজ করছেন। তারা না থাকলে তীব্র যানজটে পড়তে হতো। তারা সুন্দরভাবে সেটিকে নিয়ন্ত্রণ করছেন।
সুশিল সমাজ বলেন, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। তাদের উৎসাহিত করা উচিত সবার। এই ছেলে-মেয়েগুলো আগামীর বাংলাদেশ। তাদের কাজকে সাধুবাদ জানাচ্ছি।