হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল ও সড়ক অবরোধ
হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তার মধ্যে এসে সড়ক অবরোধ করে।
সভাসঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা জুনায়েদ আলী। বক্তব্য প্রদান করেন মাহদি হাসান, তোফায়েল আহাম্মদ এবং অন্যান্য নেত্রীবৃন্দ।
বক্তারা দাবি করেন, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা ও তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এছাড়া ভিপি নুরের উপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্র অধিকার পরিষদ নেতারা সরকারকে সতর্ক করে বলেন, দাবি না মানা হলে এই আন্দোলন ২৪ জুলাইয়ের আন্দোলনের মতো দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে।