হবিগঞ্জে গরুকে ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গরুকে ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে লাঠি, টেঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকালে উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর গরু পাশের বাড়ির হামিদা বেগমের খড় খেয়ে ফেলে। এ নিয়ে প্রথমে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। এক পর্যায়ে উভয় পক্ষের প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
আহতদের প্রাথমিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের সিলেট ও ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।