হবিগঞ্জে গণ অধিকার পরিষদের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন
হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে গণ অধিকার পরিষদের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার রাত ৮:৩০ মিনিটে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের জনগণ স্বৈরাচারী শাসকদের প্রত্যাখ্যান করেছে। একদল লুটেরা সতেরো বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশকে লুট করেছে, শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অন্য একটি গোষ্ঠী এখন আবার জোর করে সাধারণ মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সুফল দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক মার্কায় ভোট দিতে হবে।”
এ সময় সাবেক মেম্বার আব্দুল হককে সভাপতি করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা; এডভোকেট আব্দুল মালেক হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক; ইঞ্জিনিয়ার মোঃ আতাউর রহমান রাসেল, মানবাধিকার সম্পাদক; চৌধুরী বারী লিটন, সাবেক চেয়ারম্যান ৫ নং গোপায়া ইউপি; মোঃ ফিরুজ আলী, সভাপতি, ৫ নং গোপায়া ইউনিয়ন গণ অধিকার পরিষদ; সদস্য শেখ লোকমান হোসেন, মোঃ মানিক মিয়া (সাবেক মেম্বার), মোঃ বাবুল মিয়া, মোঃ রফিক মিয়াসহ আরও অনেকে।
সভা সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মাওলানা ফরিদ আহমেদ, সমন্বয়ক ও সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, সদর উপজেলা, হবিগঞ্জ। নতুন গঠিত ওয়ার্ড কমিটি এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।