হবিগঞ্জে গণঅধিকার পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেল ৫টায় হবিগঞ্জ পৌর টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ (জিওপি) হবিগঞ্জ জেলা শাখা; অ্যাডভোকেট আব্দুল মালেক রুদয়, সভাপতি, পৌর শাখা; লোকমান আহমেদ, সহ-সভাপতি, জেলা শাখা; ইঞ্জিনিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা; এবং কাজল রেখা, মহিলা বিষয়ক সম্পাদক, জেলা শাখা। সভাপতিত্ব করেন মৌলানা ফরিদ আহমদ, সভাপতি, সদর থানা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নোমান বলেন, “গণঅধিকার পরিষদ একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের অধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে, কেউ গুম-খুন, ধর্ষণ বা রাজনৈতিক নিপীড়নের শিকার হবে না।”
তিনি আরও বলেন, “একদল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেক দল মানুষের ঘাড়ে চেপে বসে অত্যাচার করছে। এসব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ট্রাক মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ তার ন্যায্য অধিকার পুনরুদ্ধার করতে পারবে ইনশাআল্লাহ।”
বক্তারা ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।