সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন্দ্র সচিবের, ইউএনও বললেন নেই কোনো নির্দেশনা
হবিগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রে বাধার মুখে সাংবাদিকরা
হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে নকলের অভিযোগের খবর পেয়ে দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন কয়েকজন স্থানীয় সাংবাদিক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নকলের অভিযোগ পেয়ে কিছু সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কেন্দ্রসচিব মিজানুর রহমান তাদের বাধা দেন এবং মূল গেটে তালা লাগিয়ে দেন। সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দেন, “আপনারা সাংবাদিক ১০০ বার মানি, কিন্তু ডিসি স্যার বলেছেন, আমার অনুমতি ছাড়া কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নকল হলে সেটা দেখার দায়িত্ব সাংবাদিকদের না।”
এ সময় স্কুলের কয়েকজন কর্মচারীও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা কেন্দ্রে যেতে পারেন।”
সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ এবং তথ্য সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।