হবিগঞ্জে এফডিইবি’র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি ঘোষণা
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে এক প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাজী আব্দুল বারিক কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমীর ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. তারিকুল ইসলাম তারেক, অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, আইডিইবি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মনসূর রশীদ কাজল, গ্লোরী এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপক জিয়া উদ্দিন ভূঁইয়া।
সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ৩৫০ জন প্রকৌশলীসহ স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিকরা। সম্মেলনের পর ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা এফডিইবি’র নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলাল সভাপতি, প্রকৌশলী আসাদুজ্জামান রেজা সাধারণ সম্পাদক, সৌকত ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং জিয়া উদ্দিন ভূঁইয়া তথ্য সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলীদের দক্ষতা, সততা এবং উন্নয়নকাজে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় কাজী মাওলানা মুখলেছুর রহমান বলেন, “আধুনিক দেশ গঠনে প্রকৌশলীর পাশাপাশি তাদের সততা ও দক্ষতারও প্রয়োজন।”
এফডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজা বলেন, “প্রকৌশলীদের জন্য এখনও সঠিক বেতন কাঠামো নির্ধারণ হয়নি, যা তাদের জন্য অযৌক্তিক।”
সম্মেলনটি ছিল উজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশে, যেখানে প্রকৌশলীদের ভবিষ্যৎ উন্নয়ন ও তাদের অধিকার নিয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়।